আধুনিকতার নামে নির্লজ্জ ও বেহায়া আপুদের জন্য, যারা নিজেদের ধর্মীয় ভাইদের আসল চাহিদা বুঝতে অক্ষম।
ও হে আধুনিকা আপু আপনি জেনে রাখুন, একজন মুসলিম ছেলের সত্যিকারের চাহিদা হল…
এমন একজন জীবনসঙ্গী, যে তাকে সালাত আদায়ে অবহেলা করতে দেখলে অভিমান করবে। এমন একজন চিরসাথী, যে তাকে ফজরের সালাতে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে হলেও জাগাবো। যে তাকে মিথ্যা বা অন্যায়ের আশ্রয় নিতে দেখলে তার উপর রাগান্বিত হবে।
আরে আপু এজকন সত্যিকারের ছেলের চাহিদা হতে পারে এমন মেয়ে, যে তাকে সালাত শেষে একসাথে কুর’আন তিলাওয়াত করতে আহ্বান করবে। তার কামনা হবে এমন সাথী, যে তাকে সর্বদা আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করবে।
আধুনিকতার নামে বেহায়াপনা ও নির্লজ্জতায় লিপ্ত কোন মেয়েকে সত্যিকারের কোন মুসলিম ছেলের পছন্দ হবে না, এটা আমি অনেকটা চ্যালেঞ্জ করে বলতে পারি।
কোন ভুল হলে বা কারো মনে কষ্ঠ পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
লিখেছেন: রাকিব খান