***“সেদিন মানুষ তার ভাই থেকে, তার মা-বাপ ও স্ত্রী-পুত্র-পরিজন থেকে পলায়ন করবে। তাদের প্রত্যকেরই এরুপ ব্যস্ততা হবে যে, কেউ কারো দিকে মনোযোগী হতে পারবে না” (সূরা আবাসাঃ৩৪-৩৭)।
***“হে মানবজাতি! তোমরা তোমাদের রবকে ভয় করো। নিৎসন্দেহে কিয়ামতের কম্পন ভীষণ ব্যাপার হবে। সেদিন তোমরা দেখতে পাবে স্তন্যদায়িনী নারীরা তাদের স্তন্যপায়ী সন্তানদের ভুলে যাবে এবং সকল গর্ভবতী নারী গর্ভপাত করবে, আর মানুষকে দেখতে পাবে নেশাগ্রস্ত মাতালের মতো,অথচ তারা মাতাল নয়; অধিকন্তু আল্লাহ তায়ালার আযাব অত্যন্ত কঠোর “ (সূরা আল-হজ্জঃ১-২)।
***পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন-
“প্রত্যেক ব্যক্তিকেই অবশেষে মরতে হবে এবং তোমরা নিজ নিজ প্রতিফল কিয়ামতের দিন পুরাপুরিভাবেই পাবে। সফল হবে সেই ব্যক্তি, যে সেদিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে দাখিল করা হবে। বস্তুত এ দুনিয়ার জীবন একটি প্রতারণাময় জিনিস” (সূরা আল ইমরানঃ১৮৫)।
“কোন প্রাণীই জানে না যে, আগামী কাল সে কি উপার্জন করবে, না কেউ জানে তার মৃত্যু হবে কোন জমিনে”(সূরা লুকমানঃ৩৪)।
“আল্লাহ তায়ালা আরো বললেনঃ “যখন তাদের সময় আসে তখন তারা মুহূর্তকাল অগ্রবর্তী বা পশ্চাতবর্তী হতে পারে না”(সূরা নাহল-৬১)