চারিদিকে দাড়িবিহীন মানুষ দেখতে দেখতে সবাই দাড়ি রাখার ব্যাপারে মারাত্মক অবহেলা করেন। শুধু অবহেলাই নয় অনেক সময় ঠাট্রা- বিদ্রুপ পর্যন্ত করেন। দাড়িওয়ালা যুবককে আনস্মার্ট বুড়ো সহ আরো অনেক কিছু বলে উপহাস করেন।
রাসূল (সা) এর দাড়ি মোবারক ছিল কালো, গভীর, ঘন প্রশস্ত। তাঁর বক্ষ মুবারক দাড়িতে ভরে যেতো। প্রিয় নবী (সা) দাড়ি রেখেছেন এবং গোটা উম্মতকে দাড়ি রাখার প্রতি তাগিদ দিয়েছেন। দাড়ি পুরুষের সৌন্দর্য, যেমন চুল নারীর সৌন্দর্য।
রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, তোমরা দাড়ি লম্বা করো এবং মোচ ছোট কর। দাড়ি সংক্রান্ত এ সহীহ হাদীসটি একাধিক হাদীস গ্রন্থে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। হযরত ইবনে উমর রা. এর হাদীসে আছে-রাসূল সা. ইরশাদ করেছেন, তোমরা দাড়ি লম্বা করো, গোফ ছোট রাখো। কোন কোন হাদীসে উপরোক্ত বাক্যের পূর্বে আছে-“তোমরা মুশরিকদের বিরোধিতা করো”।
দাড়ি রাখা ওয়াজিব। চার মাযহাবের কোন মাযহাবে এ নিয়ে কোন বিতর্ক নেই। দাড়ি রাখা সুন্নত নয়। যেমন এ যুগের অনেকেই ধারণা করেন এবং দাড়ি রাখার ব্যাপারে মারাত্মক অবহেলা করেন। ফলশ্রুতিতে চব্বিশ ঘন্টা কবীরা গুনাহে লিপ্ত থকেন।
তাই যারা এখনো দাড়ি রাখেন নাই তাদেরকে দাড়ি রাখার অনুরুধ করছি। একজন পুরুষ হয়ে পুরুষের মত করে বাচুন, নারীর মত করে নয়। একবার দাড়ি রেখে দেখুন না ভাই, নিজের মধ্যে কি এক বিরাট পরিবর্তন চলে আসে।