সময় খুব কম।
তাই সময় নষ্ট করা কোনো ভাবেই ঠিক হবে না।
রজব ইতিমধ্যেই চলে আসছে। আগামী মাস শাবান। শাবান মাসের মধ্যবর্তী সময়ে রয়েছে এক মহিমাম্বিত রাত। যেই রাতকে হাদিসের ভাষায় বলে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা ‘ মধ্য শাবানের রজনী’। সাধারনভাবে আমরা জানি শবে-বরাত হিসেবে। শবে- বরাত খুবই নিকটবর্তী। অনেক দূরে ভাবা কোনো ভাবেই ঠিক হবে না।
কারণ বাতিল ফেরকার লোকজন ইতিমধ্যেই শবে- বরাতের বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছে। রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই এসব বাতিল ফেরকার লোকজন মানুষকে ভুল পথে নেয়ার চেষ্ঠা করে। মানুষকে পবিত্র শবে- বরাত হতে দূরে রাখার চেষ্ঠা শুরু করে দেয় এই মাসে।
তাই আমাদের বসে থাকলে চলবে না। এখন থেকেই বাতিলদের দাত ভাঙ্গা জবাব দেয়া শুরু করতে হবে শবে- বরাত সম্পর্কে। ফেসবুকে, ব্লগে, টুইটারে, ওয়েবসাইট সহ যে যেভাবে পারবেন কুরআন ও হাদিসের দলিল দিয়ে প্রমান করবেন শবে বরাতের মহিমাম্বিত রাতকে। প্রয়োজনে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা শুরু করুন। মসজিদে , মাদ্রাসায় ও সর্ব ক্ষেত্রে শবে- বরাতের পবিত্রতা বর্ণনা করুন। বাতিল ফের্কাগুলোকে দাত ভাঙ্গা জবাব দিতে সবাই সবার সাধ্যমত প্রস্তুতি গ্রহণ করুন।