সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক সম্মানার্থে উনার উম্মতকে মহান আল্লাহ পাক তিনি যেসব ফাযায়িল-ফযীলত ও নিয়ামত হাদিয়া করেছেন তার মধ্যে অন্যতম একটি ফাযায়িল-ফযীলত, বুযুর্গী ও দোয়া কবুলের রাত হচ্ছে- পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ। এই পবিত্র রাত সম্পর্কে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই পাঁচ রাত্রিতে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে। ১. পবিত্র শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম উনার প্রথম রাত। ২. পবিত্র বরাত উনার রাতে ৩. পবিত্র ক্বদর উনার রাতে ৪. পবিত্র ঈদুল ফিতর উনার রাতে ও ৫. পবিত্র ঈদুল আযহা উনার রাতে।”
উল্লেখ্য যে, পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ অর্থাৎ পবিত্র রজবুল হারাম মাস উনার ১লা জুমুয়ার রাত্রটি ছিল ১লা রজবুল হারাম শরীফ-এ। এ কারণেই পবিত্র রজবুল হারাম মাস উনার ১লা রাত্রে নিশ্চিত দোয়া কবুল হয়। অনুরূপ পবিত্র রজবুল হারাম মাস উনার ১লা জুমুয়ার রাত্রেও নিশ্চিতভাবে দোয়া কবুল হয়।
অতএব, পৃথিবীর সমস্ত জিন-ইনসানের উচিত- পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ-এ ইবাদত-বন্দেগী করে খালিছ তওবা-ইস্তিগফারের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক খায়ের বরকত মহান আল্লাহ পাক উনার নিকট মুহব্বতের সাথে চেয়ে নেয়া। কারণ এ রাতে নিশ্চিতভাবে দোয়া কবুল হবে।