সম্মানিত বাবা মা
আপনারা কিভাবে আশা করেন আপনাদের সন্তান আপনাদের কথা শুনবে।
যখন,
-তারজান অর্ধনগ্ন হয়ে বসবাস করে
-সিনড্রেলা মধ্যরাত্রিতে বাসায় ফিরে
-পিনচ্চিও সর্বদা মিথ্যা বলে
-আলাদিন চোরের রাজা
-রোমিও আর জুলিয়েট এর অবৈধ প্রেমে আত্মহত্যা
-মিকি আর মিন্নি বন্ধুর চেয়ে বেশি কিছু
যখন আপনাদের সন্তান আপনাদের সাথে অভদ্রতা কিংবা কথা না শুনে তাহলে কেন আশ্চর্য হবেন? কারণ আপনার কিনে দেয়া গল্পের বই কিংবা কার্টন দেখেই তারা এসব শিখেছে।
সম্মানিত বাবা মা
আপনার সন্তানের জন্য প্রয়োজন কিচ্ছা কাহিনী বা গল্পের বই নয় বরং তাদের দেয়া প্রয়োজন আবু বকর (রাঃ) এর আনুগত্য এবং তার মানব সেবা, উমর ইবনে খাত্তাব (রাঃ) এর প্রেম ন্যায়বিচার ও সহনশীলতা, উসমান ইবনে আফফান (রাঃ) এর বিনয় ও লজ্জাশীলতা, আলী ইবনে আবি তালিব-(রাঃ) এর সাহস ও বীরত্ব সহ অন্যান্য ইসলামিক বই। আর সর্বপরি পবিত্র আল- কুরআন ও আল- হাদিসের জ্ঞান। তাহলেই আপনার সন্তান আপনার আনুগত্য প্রকাশ করবে।
যারা বাবা মা আছেন তারা এই বিষয়ে গভীর চিন্তা ভাবনা করবেন এবং একই সাথে আমার এই ক্ষুদ্র মেসেজটি অন্য বাবা মা’দের কাছে পৌছে দিবেন।
সংকলন- রাকিব খান