রাসুলুল্লাহ্ ( ﷺ ) তাদের মধ্যে দাড়ালেন এবং আল্লাহ্’র প্রশংসা করলেন (যার তিনি উপযুক্ত)। অতঃপর তিনি বললেন,
“হে লোক সকল, তোমাদের নিজেদের জন্যে কিছু ভালো কাজ করে নাও। তোমাদের জেনে রাখা উচিৎ, আল্লাহ্’র কসম তোমাদের প্রতেকেই একে একে মৃত্যুর শিকার হবে এবং তার ছাগপালকে এমন অবস্থায় ছেড়ে যাবে যে, তার কোন রাখাল থাকবেনা। অতঃপর তার রব তার সাথে এমন অবস্থায় কথা বলবেন যার মধ্যবর্তী কোন দোভাষীও থাকবেনা এমনকি কোন আবরণও তাকে গোপন করবেনা। জিজ্ঞেস করা হবে, “তোমার কাছে কি আমার রাসুল আসেননি? অতঃপর তিনি তোমার কাছে প্রচার করেননি? আমি তোমাকে সম্পদ দান করেছি, তোমার প্রতি আমার করুণা বর্ষণ করেছি। তুমি তোমার নিজের জন্য পূর্বে কি প্রেরণ করেছ? ” বান্দাহ্ ডানে-বায়ে তাকাবে কিন্তু কিছুই দেখতে পাবেনা। তারপর সে সম্মুখের দিকে তাকাবে কিন্তু জাহান্নাম ছাড়া আর কিছুই তারতার নজরে আসবেনা। সুতরাং যে পারে, সে যেন তার মুখমন্ডলকে আগুন থেকে রক্ষা করে যদিও বা একটি খেজুরের টুকরো দিয়েও হয়। আর যার সে সামর্থ্যও নেই, সে যেন পবিত্র বআকয দ্বারাও এর চেষ্টা করে। কেননা, এর দ্বারাও জাযা বা প্রতিদান দেয়া হবে। একটি পুণ্যের ফল দশগুন থেকে সাতশ গুন পর্যন্ত বর্ধিত করা হবে।
আস-সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহ্ …”
আর-রাহীকুল মাখতুম