নির্বাচিত পোস্টসমূহ
Home » আল- হাদীস » মদীনায় পৌছে রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রথম ভাষণ … 

মদীনায় পৌছে রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রথম ভাষণ … 

ইবনে হিশাম (রহ.) বলেন, আবু সালামা ইবনে আব্দুর রহমানের মাধ্যমে আমার কাছে যা পৌছেছে, সে অনুসারে সর্বপ্রথম রাসুলুল্লাহ্ ( ﷺ ) যে খুতবাহ (ভাষণ) প্রদান করেন (তিনি যা বলেননি তা বলেছেন এ উক্তি করা থেকে আমরা আল্লাহ্’র নিকট আশ্রয় চাই) তা হলো এই,

রাসুলুল্লাহ্ ( ﷺ ) তাদের মধ্যে দাড়ালেন এবং আল্লাহ্’র প্রশংসা করলেন (যার তিনি উপযুক্ত)। অতঃপর তিনি বললেন,

“হে লোক সকল, তোমাদের নিজেদের জন্যে কিছু ভালো কাজ করে নাও। তোমাদের জেনে রাখা উচিৎ, আল্লাহ্’র কসম তোমাদের প্রতেকেই একে একে মৃত্যুর শিকার হবে এবং তার ছাগপালকে এমন অবস্থায় ছেড়ে যাবে যে, তার কোন রাখাল থাকবেনা। অতঃপর তার রব তার সাথে এমন অবস্থায় কথা বলবেন যার মধ্যবর্তী কোন দোভাষীও থাকবেনা এমনকি কোন আবরণও তাকে গোপন করবেনা। জিজ্ঞেস করা হবে, “তোমার কাছে কি আমার রাসুল আসেননি? অতঃপর তিনি তোমার কাছে প্রচার করেননি? আমি তোমাকে সম্পদ দান করেছি, তোমার প্রতি আমার করুণা বর্ষণ করেছি। তুমি তোমার নিজের জন্য পূর্বে কি প্রেরণ করেছ? ” বান্দাহ্ ডানে-বায়ে তাকাবে কিন্তু কিছুই দেখতে পাবেনা। তারপর সে সম্মুখের দিকে তাকাবে কিন্তু জাহান্নাম ছাড়া আর কিছুই তারতার নজরে আসবেনা। সুতরাং যে পারে, সে যেন তার মুখমন্ডলকে আগুন থেকে রক্ষা করে যদিও বা একটি খেজুরের টুকরো দিয়েও হয়। আর যার সে সামর্থ্যও নেই, সে যেন পবিত্র বআকয দ্বারাও এর চেষ্টা করে। কেননা, এর দ্বারাও জাযা বা প্রতিদান দেয়া হবে। একটি পুণ্যের ফল দশগুন থেকে সাতশ গুন পর্যন্ত বর্ধিত করা হবে।

আস-সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহি ওয়া-বারাকাতুহ্ …”

আর-রাহীকুল মাখতুম

 

Did you like this? Share it:

About কিতাবুল ইলম

রাসুল সাঃ বলছেন, "প্রচার কর, যদিও তা একটি মাত্র আয়াত হয়" সেই প্রচারের লক্ষে আমরা। 'আপনিও হোন ইসলামের প্রচারক' প্রবন্ধের লেখা অপরিবর্তন রেখে এবং উৎস উল্লেখ্য করে আপনি Facebook, Twitter, ব্লগ, আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]

Leave a Reply