সকালে জগিং থেকে আসার পথে দেখলাম এক লোক ভ্যানে করে বরফ নিয়ে যাচ্ছে। বরফ গলছে, চুইয়ে চুইয়ে পানি পড়ে লম্বা লাইন তৈরি করে চলে যাচ্ছে…
সূরা আসরের তাফসীর করতে গিয়ে ইমাম রাযী একজন মনীষীর উক্তি উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন : ” একজন বরফওয়ালাদের কাছে থেকে আমি সূরা আসরের অর্থ বুঝেছি। সে বাজারে জোর গলায় হেঁকে চলছিল — দয়া করো এমন এক ব্যক্তির প্রতি যার পূঁজি গলে যাচ্ছে। দয়া করো এমন এক ব্যক্তির প্রতি যার পূঁজি গলে যাচ্ছে। তার একথা শুনে আমি বললাম, এটিই হচ্ছে আসলে “ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুছর” বাক্যের অর্থ। মানুষকে যে আয়ুষ্কাল দেয়া হয়েছে তা বরফ হয়ে যাবার মতো দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে । একে যদি নষ্ট করে ফেলা হয় অথবা ভুল কাজে ব্যয় করা হয় তাহলে সেটিই মানুষের জন্য ক্ষতি। ”
সময় জিনিসটাকে ডিফাইন করতে গিয়ে ধর্মীয়গুরু, দার্শনিক, বিজ্ঞানীরা নিউরনে ব্যাপক অনুরনন ঘটিয়েছেন। জটিল সেই বিষয়গুলো নিয়ে পড়তে ও লিখতে গেলে মাথা ঘুরতেই থাকে। তবে সকলেই একটা বিষয় অনুধাবন করতে পারে যে ‘টাইম ইজ রানিং। ভুল বললাম বলা উচিৎ “টাইম ইজ ফ্লায়িং”।
সময়ের সঠিক মূল্য তো দিচ্ছিই না তার উপর সময়ের বরকতও কমে গেছে। ‘সময় গেলে সাধন হবেনা”, বুঝতে হবে সময় বড়ই নিষ্ঠুর। ‘নিষ্ঠুর সময়’ এমনই নিষ্ঠুর যে ” কোন যোগ্যতম কে পেলে সে আপনার মত যোগ্যতরকে ছুঁড়ে ফেলে দেবে”।
সময়কে চ্যলেঞ্জ দিতে হলে সময়েরই প্রপার ম্যানেজমেন্ট দরকার।
আল্লাহ সহায় হউন!