একদা ছাহাবী সা‘দ বিন আবী ওয়াক্কাছ (রাঃ) রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করেন, হে আল্লাহ্র রাসূল (ছাঃ)! দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কে ? উত্তরে তিনি বলেন, ‘নবীগণ, অতঃপর যারা তাঁদের নিকটবর্তী, অতঃপর যারা তাদের নিকটবর্তী। মানুষকে তার দ্বীন অনুযায়ী পরীক্ষা করা হয়। দ্বীনী অবস্থান পাকাপোক্ত হ’লে পরীক্ষা কঠিন হয়। দ্বীনী অবস্থান দুর্বল হ’লে পরীক্ষাও শিথিল হয়। মুছীবত মুমিন ব্যক্তিকে পাপশূন্য করে দেয়, এক সময়ে দুনিয়াতে সে নিষ্পাপ অবস্থায় বিচরণ করতে থাকে’।
[তিরমিযী হা/২৩৯৮; ইবনু মাজাহ হা/৪০২৩; ছহীহুল জামে‘ হা/৯৯২]