আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করল,”মুহরিম ব্যক্তি কি ধরনের পোশাক পরিধান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ মুহরিম ব্যক্তি জামা,পাগড়ী,পাজামা,টুপি ও মোজা পরিধান করবে না। কিন্তু যদি কোন ব্যক্তি জুতা সংগ্রহ করতে না পারে তবে সে মোজা পরিধান করতে পারবে। এ ক্ষেত্রে তাকে পায়ের গোছার নীচ থেকে মোজার ওপরের অংশ কেটে ফেলতে হবে। আর যে কাপড়ে জাফরান অথবা ওয়ার্স রং লাগানো হয়েছে ইহরামকারীগণ সে কাপড়ও পরিধান করবে না।
[সহীহ মুসলিম,৪র্থ খণ্ড,হাদীসঃ২৬৫৭]
সালিম থেকে পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মুহরিমের পোশাক সম্বন্ধে জিজ্ঞেস করা হলো। তিনি বললেনঃ মুহরিম ব্যক্তি জামা,পাগড়ী,টুপি,পাজামা এবং যে কাপড়ে ওয়ার্স বা জাফরানের রং লাগানো আছে তা পরিধান করবে না। সে মোজাও পরিধান করবে না। তবে কারো যদি জুতা না থাকে তবে সে মোজা পরিধান করতে পারবে। কিন্তু তাকে মোজার উপরের অংশ পায়ের গোছার নীচ থেকে কেটে ফেলতে হবে।
[সহীহ মুসলিম,৪র্থ খণ্ড,হাদীসঃ২৬৫৮]
ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহরিম ব্যক্তিকে জাফরান ও ওয়ার্স দিয়ে রং করা কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেনঃ যার জুতা নেই সে মোজা পরিধান করতে পারবে। তবে মোজার উপরিভাগ পায়ের গোছার নীচ দিয়ে কেটে নিতে হবে।
[সহীহ মুসলিম,৪র্থ খণ্ড,হাদীসঃ২৬৫৯]
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর এক ভাষণে বলতে শুনেছিঃ “কোন মুহরিম ব্যক্তি (সেলাই বিহীন) লুঙ্গী না পেলে পাজামা পরিধান করতে পারবে আর জুতা না পেলে মোজা পরিধান করতে পারবে।
[সহীহ মুসলিম,৪র্থ খণ্ড,হাদীসঃ২৬৬০]
আমর ইবনে দীনার থেকে এ সূত্রে বর্ণিত হাদীসের প্রারম্ভ নিম্নরূপঃ তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরাফাতের ময়দানে ভাষণ প্রশংগে বলতে শুনেছেনঃ…… অতপর উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
[সহীহ মুসলিম,৪র্থ খণ্ড,হাদীসঃ২৬৬১]
আমর ইবনে দীনার থেকে এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে “আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষণের” কথাটি একমাত্র শো’বা ছাড়া আর কারো বর্ণনায় নেই।
[সহীহ মুসলিম,৪র্থ খণ্ড,হাদীসঃ২৬৬২]
জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মুহরিম ব্যক্তি জুতা না পেলে মোজা পরিধান করবে এবং লুঙ্গী না পেলে পাজামা পরিধান করবে।
[সহীহ মুসলিম,৪র্থ খণ্ড,হাদীসঃ২৬৬৩]