হজ্ব থেকে ফেরার পর কোনো এক হাজী সাহেবকে জিজ্ঞেস করা হলো, মক্কায় কেমন দেখলেন? তিনি একটু মহাজ্ঞানী ভাব নিয়ে বললেন, মক্কায় গিয়ে দেখি খালি আযানটা দেয় বাংলায়। আর বাকি সবই কেমন যেন মনে হলো।
বেচারা হাজী সাহেব যে আযান সবসময় নিজের গ্রামে শোনেন, সে আযানই মক্কায় শুনতে পেয়ে ভাবলেন, এটা তো বাংলাদেশের বাংলা আযান। মক্কায় তিনি শুধু আযানই বুঝেছেন আর কিছুই বুঝেন নাই। তার মতে আযান ছাড়া সবই আরবী।
বর্তমানে এরকম কিছু জ্ঞানী লোকদের দেখা যায় যারা নামে কিংবা ভাবে খুবই ওস্তাদ। যেমন। ……
– আহলে- কুরআন, যদিও এক আয়াত তাজবিদ সহ পড়তে পারে না।
– আহলে- হাদিস, যদিও মুখে বোমা ফুটাইলেও একটা হাদিস বলতে পারবে না আরবিতে।
– দু’ চারটা হাদিস বাংলায় পৃষ্টা নাম্বার সহ শিখে এমন ভাব যেন শায়খুল হাদিস।
– যের যবর পেশ ছাড়া আরবি একটা শব্দও পড়তে পারে না অথচ তারাই ইমাম আবু হানিফার (র) ভুল ধরতে যায়।
এইসব মহাজ্ঞানীদের কি আর বলব ? হাজার বুঝাইলেও বুঝে না। অযথা অশ্লীল বাক্যলাপে তর্ক করাতেই তারা পটু।
মহান আল্লাহ যেন আমাদের এইসব বাতিল ফেরকা থেকে আমাদের হেফাজত করুন- আমিন।
লিখেছেন: রাকিব খান