আল্লাহর জন্যে যারা সব বিলিয়ে দেন, বিলিয়ে দেন নিজের সুখ-সম্ভগ-সব, হযরত রাবেয়া বসরী এমনি একজন মহিলা। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত ভোগ করে, খুব কমই তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করে। অথচ সামান্য দুঃখ-কষ্টে তাদের হা-হুতাশের অন্ত থাকে না। এই কথাটাই তাপসী রাবেয়া বসরী কত সুন্দর ভাবে বললেন।
একদা মাথায় ব্যান্ডেজ বাঁধা একজন লোক রাবেয়া বসরীর কাছে এলেন। তারপর এভাবে দুজনের মধ্যে কথা শুরু হলঃ
রাবেয়াঃ মাথায় ব্যান্ডেজ কেন?
আগন্তুকঃ গত রাত থেকে আমার ভীষণ মাথাব্যথা।
রাবেয়াঃ আপনার বয়স কত?
আগন্তুকঃ ৩০ বছর।
রাবেয়াঃ জীবনের অধিকাংশ সময় কি আপনার কষ্ট ও বেদনায় কেটেছে?
আগন্তুকঃ না।
রাবেয়াঃ ত্রিশ বছর ধরে আল্লাহ আপনার দেহকে সুস্থ রেখেছেন, কিন্তু এর জন্যে কোন কৃতজ্ঞতার ব্যান্ডেজ আপনি ধারণ করেননি। আর মাথায় এক রাতের বেদনাতে আপনি অভিযোগের ব্যান্ডেজ ধারণ করলেন ?
আল্লাহ তায়ালা সুস্পষ্টভাবে আমাদেরকে তার রহমত ও করুণা থেকে নিরাশ হতে নিষেধ করেছে।
“তোমরা আল্লাহর দয়ার ব্যাপারে নিরাশ হয়ো না।” (সূরা আয-যুমার: ৪৯-৫৬) ”নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায়, ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।” (সূরা ইউসুফ: ৮৭)