পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে
১. সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ্রই,
২. যিনি পরম করুণাময়, পরম দয়াময়
৩. বিচারদিনের মালিক।
৪. আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি।
৫. তুমি আমাদেরকে চালিত করো সঠিক পথে,
৬. তাদের পথে যাদের তুমি অনুগ্রহ দান করেছ,
৭. যারা তোমার রোষে পতিত হয় নি, পথভ্রষ্টও হয় নি।