আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার ছেলেটা কুরআন পড়তে জানে”- একজন মা বলছিলেন এই কথাটা।
বললাম- আপনার ছেলের পড়া তো বেশী ভালো না. তাজবিদ তো পারে না.
তিনি বললেন- “যতটুকু হইছে মা-সা-আল্লাহ”
আমি বললাম- ” জী, মা-সা-আল্লাহ ঠিক আছে. যতটুকু পারে ভালো কিন্তু সে আরোও ভালো করতে পারত. সপ্তাহে যদি কেউ মাত্র ১ ঘন্টা কুরআন পড়ে সেঠা যতেষ্ঠ নয়. তারে কমপক্ষে হলেও প্রতিদিন ১ ঘন্টা করে পড়ান।
– আপনি প্রতিদিন স্কুলে দিচ্ছেন ৯ ঘন্টার জন্য.
– স্কুল ছুঠির দিন দিচ্ছেন কোচিং এ ৫ ঘন্টার জন্য.
তারপরও ছেলে যদি ১০০ তে ৯৫ পায় তখন তো পুরাই গরম হয়ে যান. ছেলেকে মারধর করেন. পরবর্তী সময়ে যেন ১০০ পায় সেই ওয়াদা পর্যন্থ করিয়ে ছাড়ছেন. একবারও বললেন না মা-সা-আল্লাহ. একবারও শুকরিয়া আদায় করলেম মহান আল্লাহর দরবারে.
কিন্তু একটু কুরআন পড়া শিখতেই বলছেন। যতটুকু হইছে এতটুকুই যতেষ্ঠ -” মা-সা-আল্লাহ. আলহামদুলিল্লাহ. শুকরিয়া।
বিদ্র: কুরআন পড়তে অনেক মুসলিমই জানে। কিন্তু তাজবীদের ইলম কতজন মুসলমানের মধ্যে আছে ?? তাজবীদের ইলম ছাড়া কুরআন পড়া কখনই শুদ্ধ হবে না। আর কুরআন শুদ্ধ না হলে নামাজও শুদ্ধ হবে না।
লিখেছেন: রাকিব খান