বর্তমান সময়ে আপনি যদি একটা বাচ্চাকে ১০ জন সাহাবী বা ইসলামের ১০ জন মনিষীর নাম জিজ্ঞাসা করেন, অধিকাংশ বাচ্চায় পারবে না। কিন্তু তাদের যদি বলা হয় ১০ জন বাংলাদেশী বা ভারতীয় নায়ক বা নায়িকার নাম বলতে, তারা গট গট করে বলে দিবে।
আপনি যদি কোন বাচ্চার নিকট ইসলাম ধর্মের আচারগুলো জানতে চান তবে সে হয়তো খুব কষ্ট করে কয়েকটা বলতে পারবে কিন্তু আপনি যদি হিন্দু ধর্মের আচার জানতে চান তবে হিন্দি সিরিয়াল দেখার দরুন সে গড় গড় করে বলে দিবে।
আপনি যদি অ্যাডাল্ট কারো নিকট জানতে চান সে কয়টা ইসলামী পুস্তক পড়েছে তবে খুব কষ্ট করে হয়তো কয়েকটার নাম বলবে, কিন্তু প্রেমের উপন্যাস বা মাসুদ রানা জাতীয় বইয়ের নাম বলতে বললে অনায়াসে বলে দিবে।
আপনি যদি আপনার মেয়ে বা বোনের নাম উম্মে কুলসুম, ফাতিমা বা আয়েশা এগুলো রাখতে চান আপনার পড়শিরা সাথে সাথে কতগুলো ডাক নাম যেমন বেবি, মৃত্তিকা, শিউলি, কণা, পুতুল এই গুলো খুজে বের করবে এবং ভাল নামটি বাদ দিয়ে এই নামগুলো দিয়ে ডাকবে।
একজন মুসলিম হিসেবে উপরোক্ত বিষয়গুলো কতটা লজ্জাজনক তা ভেবে দেখেছেন কখনো??
আর হা এই সবই হলো ইসলামী শিক্ষা না থাকার ফল।
সংকলন- রাকিব খান