যেই সকল মানুষ বিয়ের আগেই কোন ছেলে বা কোন মেয়ের জন্যে পাগল হয়ে যায়। তাকে ছাড়া বাঁচবেনা এমন ভাব দেখায়। এরাই হচ্ছে এক নম্বর ভন্ড। এগুলো দুনিয়ার মোহ ছাড়া আর কিছুই না।
তারা হাজার বার “true love, pure love” বলে গলা ফাটালেও বিশ্বাস করবেন না। “আপনার জন্য জীবন দিতে পারে” একথাও একেবারে ভিত্তিহীন।
যে আল্লাহ্ তাকে বানালো, দুনিয়ায় পাঠালো, তাঁকে প্রাধান্য না দিয়ে, আপনার পিছনে ঘুরে ঘুরে যে নিজের আখিরাতের বারোটা বাজাতে পারে, তার ‘love’ কোনদিন ট্রু তো না-ই, ওইটা কোন love এর মধ্যেই পড়েনা। ঐইটা infatuation ছাড়া আর কিছুই নয়। সে আপনার সৌন্দর্য্যের পাগল অথবা অর্থ সম্পদের।
সে নিজেও জাহান্নামে যাবে সাথে অশ্লীলতায় আপনাকে জড়িয়ে আপনাকেও নিবে।
যারা দুনিয়ায় আল্লাহ্র আগে আপনাকে বেশি প্রাধান্য দেবে, তারা আখিরাতেও জান্নাতের আগে জাহান্নামেই প্রাধান্য পাবে। যে আল্লাহ্ তাকে সৃষ্টি করল সেই স্রষ্টাকে যে মূল্যায়ন করে না সে কত বড় অকৃতজ্ঞ হতে পারে ভেবে দেখুন। একই ভাবে সে আপনাকে হাসিল করার পর আর মূল্যায়ন করবে না।
আল্লাহ বলেন:-
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا
“কক্ষণও নয়, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তাদের বিবাদমান বিষয়ে আপনাকে বিচারক মানবে, এবং আপনার দেয়া ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোন খুঁত পাবে না, এবং সে ফায়সালা সন্তুষ্টচিত্তে মেনে নেবে।” (সূরা আন -নিসা: ৬৪)
ভন্ডদের গলাবাজি বেশি। একারনেই এই মিথ্যাবাদীরা একে অপরকে সারাদিনে কতবার “I love you” “I love you” বলে থাকে, ম্যাসেজ করতে থাকে। পক্ষান্তরে একজন স্বামী-স্ত্রী পরস্পরে কতবার বলে?
এথেকেই বুঝা যায় কোনটা আসল ভালবাসা আর কোনটা ভন্ডামী।
সতরাং, এই সকল পাগল থেকে দূরে থাকুন। আর বিয়ের ক্ষেত্রে তাকেই প্রাধান্য দিন যিনি আল্লাহ্কে সবার আগে প্রাধান্য দেয়। তবেই দাম্পত্য জীবন শান্তিময় হবে।