ব্যবহারের সাথে বংশের কি সম্পর্ক তা জানিনা, তবে ব্যবহারের সাথে আপনার ঈমান ও আকিদার একদম সরাসরি সম্পর্ক আছে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তবে আপনার ব্যবহার সংযত রাখুন। অমায়িক হোন। অহমিকা এবং আত্মতৃপ্তি যেন আপনাকে পেয়ে না বসে। হাজার হাজার জ্ঞানের বই (বিশেষ করে দ্বীনি জ্ঞান) গিলে ফেলার পর যদি আপনি আপনার অহংকার কিংবা বাজে আচরণের জন্যে পরিচিত লাভ করেন, তবে লাভের খাতায় শূণ্য।
রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার সাথে কথা বলতেন, শরীরকে পুরোপুরি তার দিকেই ঘুরিয়ে সরাসরি মুখোমুখি হয়ে বলতেন ও মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। তিনি ছিলেন মানবদের মাঝে জ্ঞানের মহাসমুদ্র। অথচ এক ফোঁটা সুপিরিওরিটি কমপ্লেক্সে তিনি কখনো ভোগেন নি।
“যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে।” (আল কুরআন – ৩৩:২১)
সংকলন- রাকিবুর রহমান খান