এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে জিজ্ঞেস করল, ‘হে আল্লাহর রাসূল (সা) আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশী অধিকারী ব্যক্তি কে ? তিনি বললেন, “তোমার মা” অত:পর জিজ্ঞেস করল তারপর কে ? তিনি উত্তর দিলেন, “তোমার মা” অতঃপর জিজ্ঞেস করল তারপর কে ? তিনি উত্তর দিলেন, “তোমার মা” অতঃপর জিজ্ঞেস করল তার পর কে ? উত্তর দিলেন, “তোমার পিতা”। [বুখারী ও মুসলিম]
মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার ও দয়া অনুগ্রহ অতিরিক্ত বা পূর্ণতা দানকারী বিষয় নয় বরং তা হচ্ছে সকল মানুষের ঐক্যমতের ভিত্তিতে ফরযে আইন।