হতাশ !
সব জায়গায় শুধু হতাশার স্টেটাস। গত কয়েক সপ্তাহ ধরে অনেক স্টেটাস পড়েছি যার মধ্যে শুধু হতাশা আর হতাশা। আজ একজন এক ঘন্টারও বেশি সময় ধরে আমাকে তার হতাশার বাণী শুনালো। তাকে সান্তনা দেয়ার জন্য শুনলাম খুব গুরুত্ব দিয়ে। যতটুকু পারলাম বুঝলাম।
কখনো কখনো নানা কারণে আমরা এমন সব অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হই যেখানে নিজেকে অনেক দুর্বল ও অসহায় মনে হয়।
-দু:শ্চিন্তায় মাথা হ্যাং হয়ে যায়।
-আশঙ্কায় ছোট্ট বুক দূরদূর করে কাঁপতে থাকে।
অনেকেই কাছের মানুষকেও সেই সময় খোজে পায় না যে তাদের সাথে একটু শেয়ার করে সান্তনা পাবে। and yeah these all are parts of life.
যাই হোক, তিনি তো দয়ার আল্লাহ যিনি জানেন আমরা হতাশ হতে পারি তাই কুরআনে তিনি বলেন, “তোমরা আল্লাহর দয়ার ব্যাপারে নিরাশ হয়ো না।” (সূরা আয-যুমার: ৪৯-৫৬)
হতাশা যেন জীবন থাকা অবস্থায় মৃত্যু।
সুতরাং হতাশা নয়। যেকোনো বিষয়ে হতাশ না হয়ে যাকে বলার আমাদের তাকেই বলা উচিত। হতাশার সাগরে আশার নুড়ি পাথরগুলো দিয়ে সেতু রচনা করুন। মহান আল্লাহর নিকট সব প্রয়োজন তুলে ধরুন। তিনি অবশ্যই সমাধানের পথ বের করে দিবেন। কারণ, তিনি আমাদের একমাত্র আশ্রয় স্থল।
সংকলন- রাকিবুর রহমান খান