আমরা যদি সত্যি বিশ্বাস করি যে, এ পৃথিবীতে আমাদের অবস্থান খুব অল্প সময়ের জন্য এবং এই স্বল্প সময়ে আমরা যা করব তার ফল আমরা অসীম সময় ধরে ভোগ করব; তবে এই অল্প সময়টুকুকে আসলে আমাদের সেইভাবে খরচ করা উচিত।
অসীম সময়ে আমরা ভালো থাকব কি না তা নির্ভর করছে আমরা ইসলাম ঠিকভাবে মানছি কি না তার উপর। আর ইসলাম ঠিকভাবে মানার জন্য তা জানার কোনো বিকল্প নেই এবং আমাদের সেই ঠিকটা জানার জন্য যতটুকু কষ্ট করা দরকার তা করতে হবে।
একজন মানুষ সাড়ে তিন বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় পাস করে বের হওয়া—এই বিশ বছর পড়াশোনা করছে যেন বাকি জীবন ভালো খেতে পারি, পড়তে পারি সে জন্য। কিন্তু যে ধামে অনন্তকাল থাকতে হবে সেখানের খাওয়া-পড়ার জন্য কতটুকু পড়াশোনা করেছি?
আমার মতো এই প্রশ্নটা নিজের বিবেকের কাছে সবারই করা উচিত।