যখন দেখবেন আল্লাহ সুব’হানু ওয়া তা’আলার কাছে ক্ষমা চাইতে গিয়ে আপনার কান্না আসছে না, তখন বুঝে নিন আপনার ঈমান সে উচ্চতায় নেই যতটুকুতে থাকা দরকার। এক্ষেত্রে আমরা যে ভুলটা করি তা হল, আমরা ইবাদত কমিয়ে দেই শয়তানের প্ররোচনায়।
কিন্তু অবশ্যই এমন অবস্থায় ইবাদত বেশী করার চেষ্টা করা উচিত। কারণ ইবাদতই হল আপনার পক্ষ থেকে একমাত্র প্রচেষ্টা আল্লাহর নিকটবর্তী হওয়ার…
পবিত্র কোরআনে আল্লাহ বলেন,
“আল্লাহ ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ।তারা সে গুলোরই মাঝে চিরকাল থাকবে। আর জান্নাতে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুতঃ এ সমুদয় নেয়ামতের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটিই হল মহান কৃতকার্যতা।” [সূরা আত তাওবাহ -৭২]