কেউ টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়লে রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপদেশ — বেশি করে দান করতে। যার টাকা নাই সে দান করলে যা আছে তাও তো যাবে !
ব্যাপারটা একটু অন্যভাবে দেখি। একজন কৃষকের খাটের তলে বীজ রেখে দেয়। আলু, ধান। বর্ষাকাল। ঘরে খাবার নেই তবুও সে ঐ বীজটা ধরে না। মুখের খাবার সে মাটিতে ফেলে দেয়। সামান্য কিছুদিন অপেক্ষা। নতুন চারা। নতুন ফসল। নতুন শস্য। সারা বছরের খাবার। আর পরের বছরের বীজটাও।
দানও তেমন। একটা বীজ থেকে সাতশ বীজ হচ্ছে কৃষকের হিসাব।
আল্লাহর হিসাব? আকাশের বিশালত্বের দিকে তাকিয়ে দেখি। সাগরের গভীরত্বের দিকে তাকিয়ে দেখি। আল্লাহ আমাদের হাতে যে কটা টাকা দিয়েছেন সেটা তিনি সামান্য সময়ের জন্য সেটা নিয়ে কতগুণ ফিরিয়ে দিচ্ছেন — পরকালে তো বটেই; ইহকালেও!
সুবহানাল্লাহ!
সংকলন- রাকিব খান