——ইসলামী ধন্যবাদ—-
কেউ যদি আপনার কোন উপকারে করে তবে তাঁকে “THANK YOU” বা ধন্যবাদ না বলে বলুন “জাযাকাল্লাহ খাইরান”
রাসুল (সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম) বলেন, যখন কোন ব্যক্তির উপকার বা কিছু ভালো করা হয় এবং এর জবাবে সে যদি বলে “জাযাকাল্লাহ খাইরান”(অর্থাৎ আল্লাহ্ তোমাকে উত্তম প্রতিদান দিন), তবে সে যথার্থভাবে সেই ব্যক্তির প্রশংসা ও প্রতিবদল দান করল ।
[তিরমিযী, রিয়াযুস স্বালেহীন, ১৪৯৬]
এর উত্তর দিতে পারেনঃ
ওয়া ইইয়াকুম (অর্থাৎ আপনাদেরকেও) বা
ওয়াই ইয়্যাক (আপনাকেও) বা
ওয়া বারাকাল্লাহু ফী (আল্লাহ্ আপনাকে এর মধ্যে বারাকাহ দান করুন