ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদের এই আনন্দ ধনী-গরীব সকেলর মাঝে বয়ে আনুক খুশির বার্তা। আসুন আমরা সবাই গরিব দুঃখি অসহায় মানুষের সাথে ঈদ উদযাপন করি, সঠিকভাবে ঈদ উল আযহাকে উপভোগ করতে চেষ্টা করি। ঈদ উল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সারা দুনিয়ার সকল মানব কুল। আত্মত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদ। তাই ভোগ নয়; ত্যাগই হোক এই ঈদের অন্যতম শিক্ষা। তাই আসুন-
– পশু কুরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে বিদূরিত করার চেষ্টা করি।
– ঈদের আনন্দে আত্মহারা হয়ে আমরা যেন আমাদের চার পাশের গরীব-অসহায় মানুষের কথাকে ভুলে না যাই।
– যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তাঁর আরও বেশি বেশি মহত্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করি।
কিতাবুল ইলমের সকল পাঠক, ভিজিটর ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। আমরা কুরবানীর শিক্ষায় উজ্জ্বীবিত হয়ে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হতে চাই। মহান আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন।
দোয়া করি, আমাদের পেছনে ফেলে আসা জীবনের সব পাপরাশি ও ব্যর্থতার গ্লানি ধুয়ে-মুছে সাফ হয়ে যাক। নতুন স্বপ্ন ও প্রত্যয় নিয়ে শুরু হোক আমাদের আগামীর পথ চলা-এই প্রত্যাশায় কিতাবুল ইলম এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ তায়ালা যেন আমাদের নেক আমলগুলো কবুল করেন, আমীন।
শুভেচ্ছান্তে,
রাকিবুর রাহমান খান