ওযু’র ফরজ সমূহ
(১) সমস্ত মুখমন্ডল ধোয়া।
(২) দুই হাতের কনুই সহ ধোয়া।
(৩) মাথা মসাহ করা।
(৪) দুই পায়ের টাখনুসহ ধোয়া।
ওযু’র সুন্নত সমূহ
(১) ওযুতে নিয়ত করা।
(২) ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া।
(৩) দুই হাতের কব্জিসহ ৩ বার ধোয়া।
(৪) মিসওয়াক করা।
(৫) ৩ বার কুলি করা।
(৬) ৩ বার নাকে পানি দেওয়া।
(৭) সমস্ত মুখমন্ডল ৩ বার ধোয়া।
(৮) ঘন দাড়ি খিলাল করা (মুস্তাহাব)
(৯) দুই হাতের কনুইসহ ৩ বার ধোয়া।
(১০) দুই হাতের আঙ্গুলী খিলাল করা।
(১১) সমস্ত মাথা ১ বার মাসেহ করা।
(১২) দুই কান মাসেহ করা।
(১৩) গর্দান মাসেহ করা (মুস্তাহাব)।
(১৪) দুই পায়ের টাখনু সহ ৩ বার ধোয়া।
(১৫) দুই পায়ের আঙ্গুলী খিলাল করা।
(১৬) ওযু’র শেষে কালিমায়ে শাহাদাত পড়া (মুস্তাহাব)[আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু ।]
ওযু ভঙ্গের কারণসমূহ
(১) প্রস্রাব ও পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হলে।
(২) যে সকল কারণে গোসল ফারয হয় তা ঘটলে।
(৩) বমি হলে।
(৪) ঘুমিয়ে পড়লে।
(৫)সঙ্গাহীন হয়ে পড়লে।
(৬)দেহের কোন স্থান হতে রক্ত, পুঁজ প্রভৃতি গড়িয়ে পড়লে।
(৭) নামাযে উচ্চ স্বরে হাসলে।
তায়াম্মুমের ফরয ৩টি
(১)নিয়ত করা।
(২)মুখ মাসেহ করা।
(৩) দুই হাত মাসেহ করা।