সিরিয়াল পাগল এক পরিবারের সাথে আমার কথোপকথন
ছেলে- মেয়ে যদি বাসায় সারা দিন হিন্দি সিরিয়াল দেখে তাহলে তো নামাজ সঠিকভাবে আদায় করবে না। কুরআন ও পড়তে তাদের মন বসবে না। কারণ তাদের মাথায় সব সময় সিরিয়াল কখন আরম্ব হবে ? কি হবে আজকের পর্বে ? এই সব আজেবাজে চিন্তা মাথায় ঘুর ঘুর করবে।
-সারা দিন দেখে কোথায় ? মাঝে মাঝে দেখে।
হুম, তাই তো এরা বিয়াদব হচ্ছে দিন দিন। কখনও কি বলছেন একটা ইসলামিক প্রোগ্রাম দেখতে ?
-ইসলামিক প্রোগ্রাম কি কোথাও দেখায় ? সব চ্যানেলেই তো এসব। তাছাড়া ইসলামিক প্রোগ্রাম কি তারা বুঝবে ??
ইসলামিক প্রোগ্রাম যদি না বুঝে তাইলে হিন্দি কেমনে বুঝে ??? হিন্দি তো তাদের ভাষা নয় ??
আপনি নিজে কি কখনো চেষ্ঠা করছেন তাদের একটা ইসলামিক প্রোগ্রাম বের করে দেখাতে ??
-(মুখ বন্ধ)
লাইব্রেরিতে সময় করে যেয়ে যদি ভালো গল্পের বই খুঁজে পেতে পারেন, যদি কার্টনের কিংবা মুভির সিডি খুঁজে বের করতে পারেন দোকান থেকে _____ তাইলে কেন একটা ইসলামিক বই কিংবা একটা ইসলামিক প্রোগ্রাম খুঁজে বের করতে পারবেন না ????
লিখেছেন: রাকিব খান