মহাবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মের রাতে সংঘটিত অলৌকিক ঘটনাবলী
১. মা আমেনা বলেন তার জন্মলগ্নের পরমুর্হূতেই এতটা নূর প্রকাশিত হল যার আলোতে র্পুব ও পশ্চিম প্রান্তের সব কিছু আলোকিত হয়। যার আলোতে সিরিয়ার শাহী মহল মা আমেনা দেখতে পান। ৩. পারস্য সম্রাট কিসরার রাজ প্রসাদের ১৪টি গম্বুজ ভেঙ্গে পড়ে, এবং পারস্যের অর্ণিবান শিখা যা এক হাজার বছর পর্যন্ত এক মুহূর্তের জন্যও নিভেনি , রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম – এর বিলাদাতের মুর্হুতে তা নিভে যায়।
[বায়হাকি, ১ম থন্ড,পৃঃ৮০ , মুসনাদে আহমদ , ৪/১২৭পৃঃ]
২. ফাতিমা বিন সুলায়মান বর্ননা করেন যে, প্রিয় নবী (ﷺ) এর বিলাদাতের সময় আমি দেখতে পেলাম যে, বায়তুল্লাহ নূরের জ্যোতিতে জ্যোর্তিময় হয়ে উঠল এবং তারকারাজি জমীনের এত নিকটর্বতী হয়ে এল যে , আমার ধারনা হতে লাগল এগুলো আমার উপর এসে পড়বে।
[বায়হাকি, নেহায়াতুল আরব, ১/৭৬ পৃঃ]
[বায়হাকি , ১২৬ পৃঃ]