একজন মহিলার জন্য দায়েমী ফরজ ৫ (পাঁচ) টি। যথাঃ-
১। ২৪ ঘন্টা (সব সময়) ঈমানী হালতে থাকা।
২। সতর ঢাকিয়া রাখা।
৩। পর্দা করা।
৪। ছোট আওয়াযে কথা বলা।
৫। স্বামীর মালের হেফাযত করা।
আমরা সকলে এই ফরজ গুলি আদায়ের চেস্টা করব (ইনশাআল্লাহ্), সবাই আমলে জীন্দেগী ঘরার চেষ্টা করি, অনেক ফায়দা (লাভ) হবে।