“মুরগি বাইরে বের হলে শিয়াল তো সুযোগ খোঁজবেই।”
যখন আমি নারীদের হিজাব পড়ার গুরুত্বের সাথে সাথে ছেলেদেরও চোখ নিম্নগামী করার গুরুত্ব দেই ঠিক তখন কিছু মোটা মাথার ধার্মিক মানুষ শিয়াল আর মুরুগের উদাহরণ নিয়ে আসেন।
তিনাদের কথার মানে হলো, নারীরা বাইরে বের হলে ছেলেরা সুযোগ খোঁজবেই(!)(?)
“একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে।”
এরকম কথা দিয়েও আজকাল গান হয়! জানেন ভাই এই গানগুলো কে লিখছে ? কে গাচ্ছে? এই আমরাই।
কি হলো ভাই? আপনার কথামত মুরগি তো সকল রকমের ধর্মের বিধান মেনে বের হলো কিন্তু আপনি তাকেও তো ছাড়লেন না। আপনি শিয়াল বসেই আছেন মুরগিকে যেভাবেই পাবেন গিলে খাবেন। আপনি ভাই আশরাফুল মাখলুকাত অর্থাত সৃষ্ঠির শ্রেষ্ঠ, কেন তাহলে নিজেকে শিয়াল মনে করেন? আপনি যদি নিজেকে নিজেই শিয়াল মনে করেন তাহলে আপনাকে আমি যদি শুয়ার ভাবি তাহলে আমার কি কোনো দোষ হবে?
“হিজাব, হিজাব আর হিজাব। বোন হিজাব পর দেখবি তরে কেউ কিছু বলবে না। তর দিকে কোনো ছেলে তাকানো তো দূরে থাক কোনো টু শব্দও করবে না।”
এরকম আমরা প্রায়ই বলি কিংবা লিখি। কিন্তু নিজেদের দায়িত্ব কতটুকু তা নিয়ে কি একবার ভাবি ? আজ আমরা হিজাবি বোনকে নিয়েও গান লিখছি, গাইছি। হিজাবি মেয়েদের দেখলে এরকম গান দিয়ে আক্রমন করছি। ছি, ছি লজ্জা।
যদি কোনো বোন আমাদের (ছেলেদের) প্রশ্ন করে, কি ভাইয়েরা যারা ঢেকে রাখে তাদেরকেও তো সম্মান দিতে জানেন না আপনারা ?
কি উত্তর দিব তখন ? আছে কি কোনো উত্তর আমাদের কাছে ?
তাই আবারও বলছি, শুধু মেয়েদের হিজাব পড়লেই হবে না। একই সাথে ছেলেদের দৃষ্ঠি নিচু করতে হবে। মোটা মাথার ধার্মিকতা বাদ দিন। নিজ থেকে শুরু করুন এবং নিজের দায়িত্ব আগে পালন করুন।
সংকলন- রাকিবুর রহমান খান