সূরা আলে ইমরানের ৩১ ও ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে-
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ (31) قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ (32)
“হে নবী! আপনি মুসলমানদের বলুন: যদি তোমরা আল্লাহকে ভালবাস, তবে আমার অনুসরণ কর। তাহলে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন ও তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়।” (৩:৩১)
“আপনি বলুন: আল্লাহ ও রাসুলের আনুগত্য করো,যদি তারা মুখ ফিরিয়ে নেয় (অর্থাৎ আনুগত্য না করে) তাহলে তাদের জানিয়ে দিন আল্লাহ অবিশ্বাসীদের ভালবাসেন না।” (৩:৩২)
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হলো,
প্রথমত : মানুষ ইচ্ছে করলে এমন পর্যায়ে পৌঁছতে পারে যে, ঐ পর্যায়ে তাঁর সন্তুষ্টিই হয় আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর অনুসরণই হয় আল্লাহর অনুসরণ। যেমন- এ আয়াতে রাসুল (সাঃ)’র আনুগত্য করাকে আল্লাহর আনুগত্য করা বলে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয়ত : কাজে কর্মে আনুগত্য প্রকাশ না করে মুখে ভালবাসার দাবি করা অর্থহীন। কাজের মাধ্যমেই প্রত্যেক দাবির প্রমাণ দেখাতে হবে।
তৃতীয়ত : রাসুল (সাঃ)’র নির্দেশ আল্লাহর নির্দেশের সমতুল্য এবং আমাদের জন্য তা সত্যের মানদণ্ড । তাঁর নির্দেশ অমান্য করা কুফরীর সমান।