আবদুল্লাহ্ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন-
الدُّنْيَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ
“পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেক রমণী।”
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন।
تُنْكَحُ الْمَرْأَةُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ
“চারটি গুণের কারণে কোন রমণীকে বিবাহ করা হয়, তার সম্পদ, বংশ মর্যাদা, সৌন্দর্য ও ধর্মভীরুতা, ধর্মভীরু নারী বিবাহ করে তুমি বিজয়ী হও, তোমার দু’হাত ধুলোলুন্ঠিত হোক”।
নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেন- “চারটি বস্তু সৌভাগ্যের”।
১) নেক রমণী
২) প্রশস্ত আবাসস্থল
৩) সৎ প্রতিবেশী এবং
৪) আরাম দায়ক আরোহী।
(বুখারী শরীফ অধ্যায় বিবাহ, হা: ৪৭০০ ও মুসলিম শরীফ অধ্যায় দুগ্ধপান, হা: ২৬৬১ ও ছহীহুল জামে হা: ৮৮৭)