শাহর বিন হাওশাব বর্ণনা করেন, হযরত লুকমান হাকীম (আ.) তাঁর ছেলের দৃষ্টি আকর্ষণ করে বললেন,
(১) হে বৎস! তুমি এ উদ্দেশ্যে ইল্ম অর্জন করবে না যে, তুমি সে ইল্ম দ্বারা আলেমদের সাথে বহস করবে।
(২) অথবা মুর্খদের মাঝে বড় হবে
(৩) বা মজলিসে তোমার বিশেষ স্থান হবে।
(৪) ইল্ম অর্জন করার প্রতি তোমার আগ্রহ থাক বা না থাক তুমি ইল্ম অর্জন করা ছেড়ে দিবে না।
(৫) হে বৎস! তুমি দ্বীনী মজলিসসমূহে অংশ গ্রহণ করবে।
(৬) যদি কোন স্থানের মানুষদেরকে দেখ যে, তাঁরা আল্লাহর যিকির করছেন তাহলে তুমি সে যিকিরকারীদের সাথে বসে যাবে।
(৭) কেননা যদি তুমি আলেম হও তাহলে তখন তোমার ইল্ম উপকারী হবে।
(৮) আর যদি তুমি অজ্ঞ হও তাহলে তুমি সে যিকিরকারীদের থেকে ইল্ম অর্জন করতে পারবে।
(৯) আল্লাহ তাআলা যদি তাঁদের উপর রহমত নাযিল করেন তাহলে তুমিও সে রহমত লাভ করতে পারবে।
(১০) আর যদি দেখ যে কোন স্থানের মানুষ আল্লাহর যিকির করছে না তাহলে তুমি তাদের সাথে বসবে না।
(১১) তাদের সাথে যদি তুমি বস এবং তুমি আলেম হও তোমার সে ইল্ম কোন উপকারে আসবে না।
(১২) আর যদি তুমি অজ্ঞ হও তাহলে তাদের সাথে বসার কারণে তোমার অজ্ঞতা আরো বৃদ্ধি পাবে।
(১৩) আল্লাহ তাআলা যদি তাদের উপর কোন আজাব নাযিল করেন তাহলে তুমিও সে আযাবে গ্রেফতার হয়ে যাবে।
(সুনানে দারেমী ১ খ. ১১২ পৃ. হাদীস নং ৩৮৫/ ৩৮৯)