আল্লাহতায়ালা বলেন, ‘অতঃপর (সেই সব নবীর পর) এমন উত্তরাধিকারীরা এলো, যারা নামাজকে নষ্ট করল ও প্রবৃত্তির কামনা-বাসনা অনুসারে কাজ করল। তারা অবশ্যই ‘গায়’তে পতিত হবে। তবে যারা তওবা করে, ঈমান আনে ও নেক আমল করে তাদের কথা স্বতন্ত্র।’ [সূরা মরিয়ম]। হজরত ইবনে আব্বাস রাঃ বলেন, ‘নামাজকে নষ্ট করার অর্থ পুরোপুরি তরক করা বা বর্জন করা নয়, এর অর্থ হলো নির্দিষ্ট সময়ের পরে পড়া বা ... Read More »
