আমার চোখে দেখা সবকিছু নিয়েই ব্যবসা হচ্ছে। আল্লাহর ঘর পবিত্র মসজিদও আজ ব্যবসায়ের জন্য ব্যবহার করা হচ্ছে। মসজিদ, মাদ্রসা, স্কুল, পীর- মুরিদী, মাজার, বাত্সরিক ওরশ, ওয়াজ- মাহফিল, ইসলাম ধর্ম সব নিয়েই ব্যবসা হচ্ছে। এই সব কিছুই আজ অনেক ক্ষেত্রে ব্যবসায়ে পরিনত হয়েছে। অনেক জায়গায় এই সকল দ্বীনি প্রতিষ্ঠান বা দ্বীনি কোনো বিষয় নিয়ে কিছু অসাধু মানুষ ব্যবসা করা শুরু করেছে বলে কি আমরা এসব থেকে দূরে থাকব?? আমরা কি বলতে পারবো জীবনে আর মসজিদে যাব না কারণ অনেক মসজিদ ব্যবসার জন্য ব্যবহার হয়??
না, আমরা মসজিদ বিমুখ হতে পারব না। আমাদের সবাইকে এক হয়ে ওই সকল অসাধু মানুষদের দৌড়াতে হবে। ঠিক একই ভাবে যারা আজ মাজার বা পীর- মুরিদী নিয়ে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধেও আমাদের আওয়াজ সোচ্চার করতে হবে। আমি যদি নির্দিষ্ট করে কয়েকটার ভন্ড দরবারের নাম বলি তাহলে বলব দেওয়ান বাগ, কুতুব বাগ এবং ভান্ডারী। এই সকল দরবারের কার্যক্রম দেখলেই বুঝা যায় এরা ভন্ড, ভন্ড এবং ভন্ড যদিও নামের আগে পীর সহ আরো কত্ত লম্বা লম্বা খেতাব লাগানো।
সুতরাং ভাই সাহেবরা, পীর- মুরুদী শুনলেই যদি আপনার চোখে ঐসকল ভন্ড দরবারের ছবি ভেসে উঠে তাহলে আপনি ভুল পথে আছেন। মনের মধ্যে একবার ছাড়ছিনা, সোনাকান্দা, জৈনপুর বা ফুলতলী দরবারের ছবি দেখুন। ছাড়ছিনা, সোনাকান্দা, জৈনপুর বা ফুলতলী এই সকল দরবারের ছবি আপনার চোখে ভেসে উঠলে দেখবেন হাজার হাজার এতিমের হাসিমাখা মুখ, হাজার হাজার আলিমের দল, আল্লাহ আল্লাহ জিকির এবং রাসুল (সা) এর শানে দুরুদ।
ডাক্তার যেমন হাতুড়ি আছে আবার এম. বি. বি. এস. ও আছে। সিন্ধান্ত আপনার হাতুড়ি ডাক্তারের কাছে যাবেন নাকি এম. বি. বি. এস. ডাক্তারের কাছে??
সংকলন- রাকিবুর রহমান খান