হযরত আবু হুরাইরা (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) বলেন,
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
“একজন মুসলমানের ওপর অন্য একজন মুসলমানের অধিকার রয়েছে ছয়টি ।
কেউ বলল, সেগুলো কি?
“একজন মুসলমানের ওপর অন্য একজন মুসলমানের অধিকার রয়েছে ছয়টি ।
কেউ বলল, সেগুলো কি?
তিনি বললেনঃ
(১) যখন কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে তখন তাকে সালাম দেবে।
(২) যখন তোমাকে সে ডাকবে তখন তার ডাকে সাড়া দেবে।
(৩) যখন সে তোমার কাছে সদুপদেশ কামনা করবে, তাকে তা প্রদান করবে।
(৪) যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন ইয়ারহামুকাল্লাহ বলবে।
(৫) যখন সে অসুস্থ হবে, তখন তাকে দেখতে যাবে এবং
(৬) যখন সে মৃত্যুবরণ করবে, তখন তার জানাযায় অংশ গ্রহণ করবে।”